হোম অন্যান্যসারাদেশ এগিয়ে যাক সেঞ্চুরি একাডেমী! অসহায় দিনহীনতদর প্রত্যাশা

এগিয়ে যাক সেঞ্চুরি একাডেমী! অসহায় দিনহীনতদর প্রত্যাশা

কর্তৃক
০ মন্তব্য 135 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
২০০০ সালের বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান করোনা ও সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় দিনহীনদের পাশে দাড়িয়েছে সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমী। গত ৭ এপ্রিল থেকে বিরামহীনভাবে বিনামুল্যে সবজি বিতরণ করে মানবতার এক উজ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। বিনা মূল্যে শাক সবজি বিতরণের ৬০তম দিনে সরজমিনে পরিদর্শনে আসেন কেন্দ্রীয় স্চ্ছোসেবক লীগ সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, সাবেক ছাত্রনেতা নির্মল রঞ্জন গুহ। তিনি এ কার্জক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন, এবং সেঞ্চুরী একাডেমীর পরিচালক এজাজ আহমেদ স্বপনকে এ সবজি বিতরণ কর্মসুচী আরও এগিয়ে নেয়ার পরামস্য দেন। তিনি বলেন আমাদের যারযার অবস্থান থেকে এগিয়ে এসে সমাজের বিত্তহীন অসহায়দের পাশে দাড়াতে হবে। প্রত্যেক ভাল কাজের বিরুদ্ধে এক শ্রেণীর লোক ইন্ধন দিয়ে থাকে, তাই কে কি বলল সেদিকে না তাকিয়ে অসহায়দের পাশে দাড়াতে হবে, এটাই মানবতা। তাই এগিয়ে যাক সেঞ্চুরি একাডেমী! অসহায় দিনহীনতদর প্রত্যাশা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন