হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

মোল্লাহাটে আজ মঙ্গলবার(৯ নভেম্বর) সকালে, উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দপ্তর ও ব্যক্তিগত পর্যায়ে নানা উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করা হয়। পরবর্তিতে সমাপনি অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, উম্মে হামিমা, ইউপি চেয়ারম্যা শেখ রেজাউল কবির, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাসসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকক বৃন্দ প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন