নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার ধুলিহারে পূর্ব শত্রুতার জেরধরে এক ভ্যান চালককে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
রবিবার (৬ নভেম্বর) রাতে জেলার ধুলিহর ইউনিয়নের শানাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত ভ্যান চালককের নাম রানা (২১)। সে একই এলাকার আব্দুল হান্নানের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রানার পিতা আব্দুল হান্নান জানায়, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সন্ধ্যার পরে ভ্যান চালিয়ে এসে আমার ছেলে রানা পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে যায়। ওই সময় একই এলাকার জিয়ারুল ইসলামের নেতৃত্বে খোরশেদ আলীর ছেলে আ. সালাম, বিল্লাল হোসেনের ছেলে রায়হান, আবুল কালামের ছেলে শরিফুল ইসলাম ও আ. সালামের ছেলে হাবিবুল্লাহ আমার ছেলেকে পূর্ব পরিকল্পিত ভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাদের লোহার রড ও হাতুড়ির এলোপাতাড়ি পিটুনিতে আমার ছেলের দুটি দাঁত ভেঙ্গে যায় । এছাড়া তারা আমার ছেলের কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগত ৬শ টাকা ও ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে স্থানীয় লোকজন আমার ছেলেকে মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এর আগেও তারা আমার ছেলেকে মারধর করে দুটি পা ভেঙে দিয়েছিলো। আমি বিচার পায়নি। বর্তমানে তারা আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছ। এঘটনায় আমি সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
