হোম অন্যান্যসারাদেশ হালের গরু সকালে মানুষের মত চা রুটি পরআটা সন্দেশ না খেয়ে চাষ কাজ করেনা শুরু

নিজস্ব প্রতিনিধি :

এলাকার আর দু-পাচ জন সাধারণ মানুষের মত সকালের নাস্তা চা, রুটি, কলা, পরাটা, সন্দেশ খেয়ে কাজে মন দেয় হালচাষ করা এক জোড়া গরু। সকালের নাস্তা ছাড়া চাষের জমিতে নিয়ে যাওয়া অসাধ্য ব্যপার। গরু দুটির মানুষের মত নাস্তা করা দেখে প্রতিদিন সকালে ভীড় জমায় উৎসুক জনতা। সোমবার (৭ই নভেম্বর) সকালে এমনই এক ঘটনা এ প্রতিবেদকের নজরে আসে।

গরু দুটির মালিক সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের মৃত সেফাতুল্লাহ শেখের ছেলে মোঃ সুবহান শেখ। ২০১৭ সালের শেষের দিকে ১ লক্ষ ১ হাজার টাকা দিয়ে হালচাষের জন্য এক জোড়া গরু ক্রয় করেন তিনি। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ ২০ হাজার টাকা ।

সুবহান শেখ বলেন, গরু দুটি প্রতিদিন সকালে আমার সাথে চায়ের দোকানে যায়। আস্তে আস্তে কলা, রুটি খাওয়া থেকে শুরু করে বর্তমানে তারা পরাটা, সন্দেস, ভাজা ডিম খাওয়া শুরু করেছে। প্রতিদিন তাদের খাওয়াতে ৫শ টাকা খরচ হয়। এর মধ্যে নাস্তা খরচ সর্বনিম্ন ৫০ টাকা। চায়ের দোকানে আসতে আমার দেরি হলে তারা দেরি করে না ।একদিনে চাষ কাজ করে ৪ হজার টাকা ইনকাম করেছি। তবে নাস্তা না করালে তারা কাজ করা তো দুরের কথা আমার কথাও তারা শোনেনা। কিছুদিন আগে গরু দুটি বিক্রয় করে দিয়েছিলাম এজন্য আমার বাড়িওয়ালী অসুস্থ হয়ে পড়েছিল। তাই আবার গরু দুটি ফেরত নিয়েছি।

মৌলভী বাজারের এক চা দোকানি বলেন, আমি প্রতিদিন গরুর জন্য চা বানিয়ে দেয়। ৪০/৫০ টাকা বেচাকেনা হয় সেখান থেকে। এসময় এলাকাবাসি আমার দোকানে ভিড় জমায়।

স্থানীয়রা বলেন, মানুষের মত করে নাস্তা করা অবস্থায় গরু দুটিকে এক নজর দেখতে আমরা সহ রাস্তা দিয়ে যাতায়াত করা লোকজন ভিড় জমায়। ভিন্ন রকম এক অভিজ্ঞতা অর্জন করতে কারনা ভাল লাগে। তবে গরুর এমন আজব খাওয়া দাওয়া আগে আমরা দেখিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন