হোম অর্থ ও বাণিজ্য রুশ-তুর্কি বাণিজ্য সম্পর্ক রমরমা!

বাণিজ্য ডেস্ক :

দিনকে দিন বাড়ছে রাশিয়া তুরস্কের বাণিজ্য। মস্কো ও আঙ্কারার মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে বইছে দখিনা বাতাস। চলতি বছরের সেপ্টেম্বরে রাশিয়া-তুরস্কের মধ্যে ১ বিলিয়ন ডলার মূল্যমানের বাণিজ্য হয়েছে। খবর আরটি।

সম্প্রতি তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের জরিপে দেখা যায়, ২০২১ সালের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় রফতানি বাণিজ্য বেড়েছে প্রায় আড়াই গুণ।

যেখানে ২০২১ সালের সেপ্টেম্বরে তুরস্ক-রাশিয়ার রফতানি বাণিজ্য ছিল ৫৪০ মিলিয়ন, এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ১ বিলিয়ন ডলারে।

বর্তমানে রাশিয়ার রফতানি বাজারে তুরস্কের অবস্থান এগারো, যা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, পোল্যান্ড ও ইতালি থেকে অগ্রগামী। চলতি বছরের গ্রীষ্ম মৌসুমে এ বাণিজ্যসূচক বেড়ে তুরস্ক রাশিয়ার রফতানি বাজারের পঞ্চম স্থানে অবস্থান করছে।

অনেকেই ধারণা করছেন, সামনের দিনগুলোতে তুরস্ক রাশিয়ার রফতানি বাজারে জার্মানিকে ছাড়িয়ে যাবে। চলতি বছরের সেপ্টেম্বরে জার্মানিতে রাশিয়া ১ দশমিক ১৪ বিলিয়ন মূল্যের পণ্য রফতানি করেছে, যা তুরস্কের থেকে সামান্য বেশি।

বর্তমানে চীন ও বেলারুশ রাশিয়ায় সবচেয়ে বেশি পণ্য রফতানি করে থাকে। তুরস্ক জার্মানিকে ছাড়িয়ে গেলে দেশটি হবে রাশিয়ার বাজারে তৃতীয় বৃহত্তর রফতানিকারক দেশ।

এদিকে রাশিয়ার সরকারি অর্থনৈতিক সংস্থার তথ্যমতে, ২০২২ সালে রাশিয়া-তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছে মস্কো। এদিকে ভবিষ্যতে রাশিয়া-তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্যের লক্ষ্য ধরা হয়েছে বছরে ১০০ বিলিয়ন ডলার, যা রুশ-তুর্কি বাণিজ্যিক সম্পর্কে এক নতুন মাইলফলক রচনা করবে–এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন