মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে শহীদ শেখ আবুনাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদয়পুর ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং গাওল ইউনিয়ন রানার্স আপ হয়েছে। শনিবার(৫নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এবং সকল অঙ্গ-সংগঠনের সহযোগিতায় খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি। সম্মানিত অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন এমপি’র সহধর্মিনী রূপা চৌধরী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সম্মানিত উদ্বোধক ছিলেন বাগেরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এডিসি জেনারেল খন্দকার রেজাউল করিম। পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাড ফরিদ উদ্দিন আহমেদ, মেয়র ও যুগ্ম-সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, বাফুফের সদস্য মোঃ জাকির হোসেন চৌধুরি, শেখ হেলাল উদ্দিন এমপি’র একান্ত সহকারী ও মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ওয়ালীদ হোসেন ও শেখ হেলাল উদ্দীন এমপি’র একান্ত সহকারী ফিরোজুল ইসলাম। খেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমডি আল আমিন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম অলিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম, ইউপি চেয়ারম্যান এসএম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, টিম ম্যানেজার হাসান মোল্লা হায়দার ও কামরুজ্জামান মোল্লা, যুবলীগ সাধরণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লেবিন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, ছাত্রলীগ নেতা আশিকুল আলম তন্ময়, শেখ সৌরভ প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।