খেলাধূলা ডেস্ক :
অস্ট্রেলিয়া মেতেছে ক্রিকেট উৎসবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আনন্দে শামিল হচ্ছে যে যার মতো। প্রথমবারের মতো ভিন্ন এক আয়োজন অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের। বিশ্বকাপ উপলক্ষে অ্যাডিলেডে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে স্কোয়াড বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্য থেকে গড়া হয়েছে একটি করে দল। ৮ রাজ্যের দলগুলো একত্রিত হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়েছে অ্যাডিলেড। ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা।
উদ্বোধনী দিনে খেলা দেখতে উপস্থিত হন অস্ট্রেলিয়া সরকারের এমএলসি এমিলে বোর্খ। বাংলাদেশিদের সঙ্গে সময় কাটান তিনি। এমন আয়োজনে অভিভূত হয়ে তিনি বাংলাদেশিদের সঙ্গে বসে উপভোগ করেন বাঙালি খাবার।
এই টুর্নামেন্টের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি নতুন প্রজন্ম ক্রিকেটে আরও আগ্রহী হবেন বলে প্রত্যাশা আয়োজকদের। তারা বলেন, বাংলাদেশের টাউগারদের জন্য আমাদের বড় সাপোর্ট রয়েছে। তাদের সঙ্গে আমরা সব সময় আছি, সব সময় থাকব। নতুন প্রজন্ম হয়তো স্কুলে ক্রিকেট খেলছে বা খেলা দেখছে। কিন্তু যখন তারা দেখবে যে পূর্ববর্তী প্রজন্ম এখানে ক্রিকেট খেলছে এবং বিভিন্ন কমিউনিটিতে ছড়িয়ে আছে আর তারা বিভিন্ন স্টেটে টুর্নামেন্ট খেলছে, তখন এটা তাদের আরও উৎসাহিত করবে। এতে তারা ক্রিকেটে নিজের এগিয়ে নিতে উৎসাহী হবে।
দারুণ এই আয়োজনে শামিল হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট উন্নয়নে এই আয়োজনের প্রশংসা করেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিদের ঘরের ছেলে-মেয়েরা প্রত্যেকেই এই ইভেন্টের সঙ্গে জড়িত। ক্রিকেট সংস্কৃতিটা এখানে বড় হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট তাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এ ছাড়া ক্রিকেটে অস্ট্রেলিয়ায় যে অংশগ্রহণ পদ্ধতি আছে, সেখানে এটা কাজে লাগছে। এই উদ্যোগের ফলে নতুন প্রজন্ম শুধু বাংলাদেশকেই চিনছে না, বাংলাদেশ ক্রিকেট যে বিশ্বব্যাপী পরিচিতি আছে, সেটাও জানতে পারছে। সুতরাং এটা খুবই ভালো উদ্যোগ।
অ্যাডিলেড ইউনিভার্সিটি স্পোর্টস গ্রাউন্ডে আয়োজিত হয় ম্যাচগুলো। অস্ট্রেলিয়ায় চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রুপালি ট্রফির জন্য লড়ছে দলগুলো। বিশ্বকাপের দেশে আরেক ক্রিকেটীয় লড়াই বাংলাদেশি কমিউনিটির মাঝে বাড়তি আমেজ।