হোম খেলাধুলা বিশ্বকাপের আগেই মেসি ভক্তদের জন্য দুঃসংবাদ

খেলাধূলা ডেস্ক :

ঘটনা পুরোনো, তাও একমাস আগের। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেই চোট আবারও ঝেঁকে বসেছে। যে কারণে রোববার (৬ নভেম্বর) লরিয়েন্টের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি।

মেসির ইনজুরির খবর দুঃসংবাদ হিসেবে ধরা দিতে পারে আর্জেন্টিনা জাতীয় দল ও তার ভক্তদের কাছে। কেননা এ মাস থেকেই যে বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে তাদের। কিন্তু শঙ্কার কোনো কারণ নেই। লরিয়েন্টের বিপক্ষে ম্যাচে মেসির অনুপস্থিতি নিয়ে এক বিবৃতিতে পিএসজি যে তথ্য জানিয়েছে, তাতে শঙ্কা কেটেই যায়।

পিএসজি বিবৃতিতে জানিয়েছে, চোটের কারণে মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন কিছু দিন। এরপর আগামী সপ্তাহ থেকে আবার অনুশীলনে ফিরবেন। লরিয়েন্টের পর পিএসজির পরের ম্যাচ অক্সরের বিপক্ষে। দল আশা করছে, মেসি বিশ্বকাপের আগে পিএসজির হয়ে শেষ ম্যাচটি খেলতে পারবেন।

সব মিলিয়ে এ মৌসুমটা দারুণ কাটছে লিওর। পিএসজির হয়ে ১৮ ম্যাচেই ১২ বার জালের দেখা পেয়েছেন তিনি। অ্যাসিস্টও করেছেন ১৪টি। ২০২২ সালে জাতীয় দলেও দুর্দান্ত ফর্মে তিনি। একটি হ্যাটট্রিকের পাশাপাশি করেছেন ১০ গোল। অ্যাসিস্ট আছে দুটি। এই ফর্ম ধরে রাখলে আকাশী-সাদা জার্সিধারীরা বিশ্বকাপে ভালো কিছু আশা করতেই পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন