জামাল উদ্দীন :
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের মাদক ও সান্ত্রসী অভিযান চলমান থাকা অবস্থায় মোটরসাইকেল চোর সেন্টিগেট এর ২ সদস্য সহ ১ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।আজ দুপুর ১২ টার দিকে থানার ইসলামকাটি মোড় হতে শম্ভু দাস (২৮) কে এস আই জয় বালা গাঁজা সহ আটক করেছে বলে ওসি ওয়াহেদ মোর্শেদ নিশ্চিত করছেন।তবে স্থানীয়রা জানান কার্টুনে কি গাঁজা সহ শম্ভুকে আটক করা হয়!!ওসি জানান, গাঁজা সহ তাকে আটক করা হয়েছে।এ দিকে মোটরসাইকেল চোর চক্রের আটকের বিষয়টি অস্বীকার না করলেও সন্ধ্যার পরে নিশ্চিত করবেন বলে জানান।