ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষকগণ।
শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ জানান, জাতির পিতার ভ্রাতুষ্পুত্র ও জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি নামে প্রতিষ্ঠিত কলেজটি সদ্য সরকারি হওয়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন। এসময় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষকেরা। পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মাউশির আঞ্চলিক পরিচালক প্রফেসর হারুন অর রশীদ, সহকারী পরিচালক প্রফেসর এনামুল হক, কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক কর্মচারীবৃন্দ।
