খেলাধূলা ডেস্ক :
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট কাটতে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে ইংল্যান্ড। এ ম্যাচে ভাগ্য ঝুলে আছে স্বাগতিক অস্ট্রেলিয়ার। সিডনিতে গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (৫ নভেম্বর) দুপুর ২টায়।
বিশ্বকাপের চলতি আসরের ৩৯তম ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জয় পেলেই চলবে ইংলিশদের। তবে লঙ্কানরা জিতলে শেষ চারে খেলবে অস্ট্রেলিয়া।
প্রতিযোগিতার প্রথম দল হিসেবে এরইমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে নিউজিল্যান্ড। সুপার টুয়েলভের এই এক নম্বর গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ৪টি ম্যাচ খেলে ৫ পয়েন্ট তাদের। প্রতিযোগিতার শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে জস বাটলারদের। কারণ এখন শ্রীলঙ্কাকে হারালেই বাটলারদের পয়েন্ট হবে ৭। তাদের নেট রান রেট ০.৫৪৭। অর্থাৎ দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়া চেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে ইংল্যান্ড। যেহেতু গ্রুপ পর্বে অজিদের আর কোনো খেলা বাকি নেই।
অন্যদিকে শুক্রবার (৪ নভেম্বর) আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়া জেতায় এক ম্যাচ বাকি থাকতেই এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় দাসুন শনাকাদের। ৪টি ম্যাচ খেলে লঙ্কানদের পয়েন্ট ৪। শনিবার ইংল্যান্ডকে হারালেও শনাকারা ৬ পয়েন্টের বেশি পাবেন না। কিউই এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার এরইমধ্যেই ৭ পয়েন্ট করে হয়ে গেছে।
ম্যাচটিতে শ্রীলঙ্কা জিতে গেলে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া। কারণ আফগানদের বিপক্ষে মাত্র ৪ রানে জেতায় নেট রান রেট ভালো করতে পারেননি ম্যাথু ওয়েড, প্যাট কামিন্সরা।
