স্টাফ রিপোর্টার কেশবপুর( যশোর) :
যশোরের উন্নয়নের কারিগর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কেশবপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিকেলে কেশবপুর থানা ও পৌর বিএনপি এর আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। থানা বিএনপির আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস।
আরো বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রাজ্জাক, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, কুতুবউদ্দিন বিশ্বাস, হুমায়ুন কবির সুমন,নুরুজ্জামান চৌধুরী, আব্দুল হালিম অটলসহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। দুপুরে বিএনপি কার্যালয় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ও সকালে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল ও যুবদল নেতা গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাবুল রানা বাবু। দোয়া পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।
