রাজনীতি ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বাংলাদেশের জন্য একটা মহাদুর্যোগের নাম। তারা ক্ষমতায় এলে, গোটা বাংলাদেশকেই গিলে খাবে৷
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জেলহত্যা দিবসের স্মরণ সভায় একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ক্ষমতায় যাবার খোয়াব কর্পূরের মতো উড়ে যাবে। ডিসেম্বর বিজয়ের মাস। এই মাস বিএনপির নয়, আওয়ামী লীগের। জনগণকে সাথে নিয়ে, বিজয়ের স্বর্ণদুয়ারে পৌঁছাবে আওয়ামী লীগ।
‘বিএনপি আওয়ামী লীগের আমৃত্যু শত্রু’ মন্তব্য করে তিনি বলেন, তারা আন্দোলনে শালীনতা বজায় রাখছে না।
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, আন্দোলনে নয়, বিএনপি নেত্রী খালেদা জিয়া মুক্ত শেখ হাসিনার বদান্যতায়।
জেলহত্যা দিবস নিয়ে তিনি বলেন, ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান।
এদিকে, এদিন সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, দেশে হত্যা, সন্ত্রাস ও রাজনৈতিক ষড়যন্ত্রের মূল হোতা বিএনপি। শেখ হাসিনার নেতৃত্বে হত্যা, সন্ত্রাস চিরতরে বন্ধ করতে হবে।
তিনি বলেন, ‘এদেশে হত্যার যে রাজনীতি, তার প্রধান হোতা হচ্ছে বিএনপি। তারাই বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা ও ২১ আগস্টে গ্রেনেড মেরে নেতাকর্মীদের হত্যাকারী। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে আমাদের চেতনায় লালন করি, পালন করি। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং হত্যার রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। সেই লড়াই আমাদের চলছে।’
