ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি-২০২২ সালের পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শেখ হেলাল উদ্দীন কলেজের আয়োজনে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১২টায় অত্র কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বটু গোপাল দাস।
সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক উৎপল দাশ, সালমা খাতুন, প্রভাষক মাহবুবা ফিরদৌসী, সুব্রত কুমার দাম, সাইদুর রহমান, শিক্ষার্থী জয় মন্ডল, ফাতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ডা. শাহজাহান।
