হোম জাতীয় ধর্মীয় অনুভূতিতে আঘাত: দুই যুবকের ১৫ বছরের জেল

জাতীয় ডেস্ক :

রাজশাহীতে নিজের নাম-পরিচয় গোপন রেখে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে পোস্ট দিয়ে দাঙ্গা সৃষ্টির দায়ে দুই যুবককে ১৫ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা করেন আদালত।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজী এবং অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী।

সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা জানান, ২০২১ সালের আগস্টের এক তারিখ নিজের নাম-পরিচয় গোপন রেখে ভুয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসামিরা ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মূলত দুটি ধর্মের অনুসারীদের মাঝে দাঙ্গা সৃষ্টি করার জন্য। সে সময় পুলিশ তাদের গ্রেফতার করে। পরবর্তী সময়ে মামলার চার্জশিট দাখিল করা হলে আদালতে বিচারকাজ শুরু হয়। বিচার শেষে আদালত মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

এ রায়ে একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন