জাতীয় ডেস্ক :
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ঘরবাড়ি, গবাদিপশু, কৃষি ও মৎসসহ বিভিন্ন খাতে ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এখনও ক্ষতিগ্রস্তরা পায়নি কোনো প্রকার সহায়তা।
যেকোনো প্রাকৃতিক দুর্যোগেই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়ে আসছে উপকূলীয় জেলা ঝালকাঠির মানুষ। কিন্তু প্রতিবারই ক্ষতির পরিমাণ নিয়ে চলে প্রশাসনের লুকোচুরি। সিত্রাংয়ের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। বিভিন্ন খাতে দৃশ্যমান ক্ষয়ক্ষতির তিনদিনেও নিজ নিজ দফতরগুলো মাঠ পর্যায় গিয়ে ক্ষতির হিসাব তুলে আনতে পারেনি।
অবশেষে ২৭ অক্টোবর প্রায় ৫০ কোটি টাকার ক্ষতির অঙ্ক জানান জেলা প্রশাসক। এরমধ্যে ২৩১টি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্তসহ ১৫৪৮টি আধাপাকা ও কাঁচাঘর, কৃষি, মৎস্য, বিদ্যুৎ, সড়ক, বেড়িবাঁধ, গাছপালা, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের মোট ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। কিন্তু সিত্রাংয়ের এ তাণ্ডবের পর এখনও সরকারি, ব্যক্তি ও বেসরকারি পর্যায়ের কোনো ধরনের সহযোগিতা পায়নি ক্ষতিগ্রস্তরা।
এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ‘সিত্রাংয়ে এ জেলায় মোট ৪৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে। সরকারিভাবে প্রণোদনার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।’
