শিক্ষা ডেস্ক :
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষা সমাপনীর কনসার্টে শিক্ষার্থীদের কাছ থেকে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে শোকজ করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয়ের ২০১৮ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠানের শেষ দিন ছিল শনিবার (২৯ অক্টোবর)। ওই দিন সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে কনসার্ট অনুষ্ঠিত হয়। যেখানে সংগীত পরিবেশন করেন নগরবাউল (জেমস), ওয়ারফেজ এবং আর্টসেল।
কনসার্ট উপভোগ করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক বহিরাগতও ঢোকে। কনসার্ট চলাকালে বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরে কাছ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। এ সময় অর্ধশত বহিরাগতকে মাদকসহ আটক করে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের হাতে তুলে দেয়া হয়। যদিও বহিরাগতদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে শোকজ করে প্রতিষ্ঠানটি। সোমবার তাদের শোকজ চিঠি দেয়া হয়। আগামী সাতদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শোকজপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সৈয়দ জাফর সাদিক (এইচআরএম ১৮ ব্যাচ), তাফ্নুল সাদাত তাহা (এইচআরএম ১৮ ব্যাচ), জুবায়ের আহমেদ ইয়াসিন (ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ১৮ ব্যাচ), মিজানুর রহমান (আর্কিটেকচার ১৮ ব্যাচ), শীর্ষেন্দু মালাকার (বাংলা ১৮ ব্যাচ), বহ্নি শিখা চৌধুরী (সয়ল ১৮ ব্যাচ) ও সামিউল মুরাদ (সমাজবিজ্ঞান ১৬ ব্যাচ)।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের সাত শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে। এটা একটি আইনি প্রক্রিয়া, তারা দোষী হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
