কিশোর কুমার :
তালা উপজেলার খেশরা ইউনিয়নের সিরাজুল ইসলাম(৪২) নামে এক স্কুল শিক্ষক করোনা সানাক্ত হয়ে হয়েছে বলে জানা গেছে। তিনি শালিখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও উপজেলার হরিহননগর গ্রামের মোহর আলী মোড়লের ছেলে।
খেশরা ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু জানান,গত চারদিন আগে ঢাকায় গিয়ে করোনায় আক্রান্ত হন। এরপর সোমাবার(৮জুন) ঢাকা থেকে এম্বুলেস্ন যোগে গোপনে বাড়ি ফিরছিলেন। পরবর্তীতে তার করোনা পজেটিভের বিষয়টি জানাজানি হলে চাপের মধ্যে পড়ে গত কাল রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি হন।তিনি আরও জানান,মঙ্গলবার সকালে তালা উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন ঘোষনা করেছে।