নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলায় রোজিনা খাতুন নামে এক প্রতারক এনজিও কর্মী সেজে সরকারী অনুদান সহ চাকুরির নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে।এদিকে ঘটনার পর থেকে তার সহযোগী বন্দনা বিশ্বাস বহাল তবিয়তে থাকলেও লাপাত্তা হয়েছে প্রতারক রোজিনা।
সরজমিনে গেলে ভুক্তভোগীর জানায়, রোজিনা ব্রাক কর্মী সেজে ও তার সহযোগী বন্দনা বিশ্বাসকে সাথে নিয়ে সরকারী অনুদান সহ বিভিন্ন প্রতিষ্টানে চাকুরি দেওয়ার নামে শত গ্রাহকের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরপর তার প্রতরনা বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে তারপর থেকে পালিয়ে যায় রোজিনা। ঘটনার পর তার সহযোগী বন্দনা বিশ্বাসকে শালিশী বৈঠকে নিয়ে গেলে সীমা নামে রোজিনার এক সহযোগীকে দিয়ে ভূয়া চেক পাঠিয়ে দেয়। পরবর্তীতে ওই চেক নিয়ে ব্যাংকে গেলে ভুয়া চেক বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকে বিভিন্ন জনপ্রতিনিধির দারস্থ হয়েও ফোন ফল প্রসু হয়নি বলে অভিযোগ করেন তারা।
অভিযোগ অস্বীকার করে প্রতারক রোজিনার সহযোগী বন্দনা বিশ্বাস বলেন, আমি বেসরকারী সংস্থা ব্রাকের এইচ এন পি পি পদে চাকুরির সুবাদে রোজিনার সাথে পরিচয় হয়। তিন মাস আগে সে চাকুরি ছেড়ে দিয়েছে। সে টাকা পয়সা হাতিয়ে বলে শুনেছি তবে এ বিষয়ে তার সাথে আমার কোন সম্পৃক্তা নেই বলে দাবী করেন। বিষয়টি নিয়ে প্রতারক রোজিনা খাতুনের সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।পরবর্তীতে তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে যোগাযোগ করলে তাদের সাথে কোন সম্পর্ক নেই বলে জানান তারা ।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় বলেন, প্রতারনার বিষয়টি শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্তা নেওয়া হবে।
