দাকোপ (খুলনা) প্রতিনিধি :
দাকোপে ছুরিকাঘাতে নিলোৎপল রপ্তান (২৭) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। জানা যায় খুলনার দাকোপ উপজেলার বাজুয়া কলেজের গ্রহন্থগারীক সুকুমার রপ্তান এর একমাত্র ছেলে। নিহত নিলোৎপল খুলনা বিএল কলেজ থেকে এম এস সি পাশ করেছে।
মাঠে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এর সুত্রপাত ঘটে। মঙ্গলবার সকালে বাদল শেখের ছেলে ইমন শেখ (২৫) নিহতের বাড়ীতে এসে নিলোৎপলকে ঘুম থেকে ডেকে উঠিয়ে ছুরিকাঘাত করে।
ডাক চিৎকার শুনে পাশের লোকজন খুনি ইমন শেখকে ধরে বেঁধে রাখে। ছুরিকাহত নিলোৎপলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে মারা যায়। দাকোপ থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে খুনি ইমন শেখকে আহত অবস্থায় গ্রেপ্তার করে এবং লাশ পোস্টমোডামের জন্য নিয়ে যায়।