হোম খেলাধুলা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত

খেলাধূলা ডেস্ক :

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচ। রোববার (৩০ অক্টোবর) যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। দুদলই মাঠে নামছে একটি করে পরিবর্তন নিয়ে।

ভারত ও দক্ষিণ আফ্রিকা, দুদলই মাঠে নামছে একটি করে পরিবর্তন নিয়ে। ভারত দল থেকে বাদ পড়েছেন অক্ষর প্যাটেল। একাদশে ঢুকেছেন দীপক হোদা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলে তাবরাইজ শামসির জায়গায় খেলবেন লুঙ্গি এনগিদি।

অতীতে ভারত ও দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ২৩ ম্যাচে। যেখানে জয়ের পাল্লাটা হেলে ভারতের দিকে। টিম ইন্ডিয়ার ১৩ জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয় ৯ ম্যাচে। একটি ম্যাচে কোনো ফল হয়নি। এ ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রোহিত শর্মার। ভারত অধিনায়ক ১৬ ম্যাচে করেছেন ৪০৫ রান।

প্রোটিয়াদের মধ্যে সর্বোচ্চ রান ডেভিড মিলারের, ৩২০। আবার উইকেটের হিসাবে এগিয়ে রয়েছেন ভুবনেশ্বর কুমার। তিনি ১১ ম্যাচে শিকার করেছেন ১৪ উেইকেট। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ১০টি ও হার্শাল প্যাটেল ৯টি উইকেট শিকার করেছেন প্রোটিয়াদের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন কেশভ মহারাজ, ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদা।

ভারত একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হোদা, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও এনরিচ নর্কিয়া।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন