মোংলা প্রতিনিধি :
মোংলায় পশুর নদী ভাঙ্গন এলাকায় পাউবোর চলমান বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার । ৮ জুন সোমবার সকালে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মোংলার কানাইনগরের পশুর নদীর ভাঙ্গনকূল এলাকায় বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।
এর সময় উপস্থিত সংবাদ কর্মিদের বিভাগীয় কমিশনার জানান,ভাঙ্গন এলাকায় একটি টেকসই ভেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত মান্নান, সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ,বাংলাভিশন টেলিভিশনের মোংলা প্রতিনিধি জসিম উদ্দিন, এনটিভির প্রতিনিধি আবু হোসাইন সুমন,একুশে টিভির প্রতিনিধি আবুল হাসান, আর টিভির প্রতিনিধি সোহাগ মোল্লা, ইউপি সদস্য মোঃ সেলিম।
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয় মোংলা পশুর নদী কুলের প্রায় দীর্ঘ ১৮ কিলোমিটার এলাকা। এর পরই দ্রুত তিনশ মিটার বাধের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গনকুল পরিদর্শনের আগে বিভাগীয় কমিশনার ন্যাজরীন মিশন কর্তৃক ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে
খাদ্য সহায়তা প্রদান করেন।