খেলাধূলা ডেস্ক :
শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড যখন ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে, তখন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচকে অনেকের কাছে ধ্বংসস্তূপই মনে হচ্ছিল। ধারনা করা হচ্ছিল খুব বেশি রানও হয়তো হবে না এই পিচে। কিন্তু সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন গ্লেন ফিলিপস, করেছেন সেঞ্চুরিও।
শ্রীলঙ্কার বোলারদের সামনে শুরুতে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ যেভাবে হুড়মুড়িয়ে পড়েছিল, তাতে ইঙ্গিত মিলছিল ইনিংস বেশি লম্বা করতে পারবে না কিউইরা। কিন্তু ৩ উইকেট হারিয়ে ফেলার পর একা হাতে বিপর্যয় সামাল দিয়ে নিউজিল্যান্ডকে জেতার মতো সংগ্রহ এনে দিয়েছেন গ্লেন ফিলিপস। ৬১ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। সেঞ্চুরি করতে ১০টি চার ও ৪টি ছয়ের মার খেলেন। ফিলিপস আউট হওয়ার আগে করেন ১০৪ রান।
৫১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ফিলিপসের এটি দ্বিতীয় সেঞ্চুরি। তার আগের সেঞ্চুরিটি এসেছিল য়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের এটি দ্বিতীয় সেঞ্চুরি। ২০১২ সালের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন ব্রেন্ডন ম্যাককলাম, বাংলাদেশের বিপক্ষে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ১০২টি। এর মধ্যে ১০টি এসেছে কিউই ব্যাটারদের হাত ধরে। সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি করেছেন কলিন মুনরো। ২টি করে সেঞ্চুরি আছে মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককলাম ও গ্লেন ফিলিপসের। ফিন অ্যালেন করেছেন একটি সেঞ্চুরি।
