জাতীয় ডেস্ক :
শখের বশে মাছধরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নতুন কিছু নয়। রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মাঝেও একটু সুযোগ পেলেই গণভবনের লেকে মাছ ধরতে বসে যান তিনি। এবার তার বরশিতে ধরা পড়ল মস্ত বড় একটি চিতল মাছ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা প্রাতঃভ্রমণ শেষে গণভবন লেক থেকে বড়শি দিয়ে বিশাল এ চিতল মাছটি ধরেন। শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে পেজে মাছ শিকারে একাধিক ছবি শেয়ার করা হয়।
যেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মাছ শিকারের বড়শি। তাতে ধরা পড়েছে বড় আকারের একটি চিতল মাছ। সেই মাছ বড়শি থেকে ছাড়াচ্ছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। পরক্ষণে মাছ হাতে দুই বোনের উচ্ছ্বাস। ছবিতে মাছটি দেখতে বেশ বড় মনে হলেও ওজন কতটুকু তা জানা যায়নি।
আওয়ামী লীগের ফেসবুকে পেজে এই ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটা ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোটবোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই। দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড় মাছও ধরা পড়ে তাদের বরশিতে।
এদিকে ছবি শেয়ার দেয়ার ২ ঘণ্টায় পোস্টে ২৩ হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে। মন্তব্যও করেছেন প্রায় ৯ শতাধিক ফেসবুক ব্যবহারকারী। আর পোস্টটি শেয়ার হয়েছে এক হাজারের বেশি।
