মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
শুক্রবার বিকাল ৫.০০ টার সময় শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা মাঠ প্রাঙ্গনে নেহালপুর পুলিশ ক্যাম্পের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। কালিবাড়ি মটর শ্রমিক ও সিএনজি শ্রমিক ও এলাকার সুধী সমাজ নিয়ে এই মত বিনিময় সভা করা হয়। বক্তারা বলেন মাদক কে রুখতে পারলে এলাকায় চুরি ডাকাতি ও ছিনতাইয়ের হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেহালপুর ক্যাম্প ইনচার্জ মোঃ আতিকুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীর লিটন, মনিরামপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ ইউনুস আলী, আওয়ামীলীগ নেতা আজহার মোল্যা, কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি অনীল রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেহালপুর ক্যাম্প এ.এস.আই শরিফুল ইসলাম, সাংবাদিক জি এম মিজানুর রহমান, রিপন হোসেন সাজু, মুস্তাফিজুর রহমান, হাদিউজ্জামান সুমন, কালিবাড়ি আ লিক মটর সাইকেল সমবায় সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শিমুল মোল্যা প্রমুখ।
