হোম আন্তর্জাতিক সামরিক চেকপয়েন্টে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে একটি সামরিক চেকপয়েন্টে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ২টায় এ ঘটনা ঘটে।

এ সময় ইসরাইলি বাহিনীর গুলিতে ৪৭ বছর বয়সী ইমাদ আবুদ রশিদ নামে এক ফিলস্তিনি মাথা, বুক এবং পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানান, অপর নিহত ব্যক্তি ৩৫ বছর বয়স্ক রামজি সামি জাবারার হৃদ্‌পিণ্ডে বুলেটের গভীর ক্ষত রয়েছে। এ ছাড়া তাদের সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আহত ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের নাবলুসের রাফিদিয়া হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, জাবারা এবং আবু রাশিদ দুজনেই ফিলিস্তিন সরকারের সিভিল ডিফেন্সে কাজ করতেন এবং নাবলুসের পূর্ব উপকণ্ঠে আসকার শরণার্থী শিবিরে থাকতেন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ দুজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি বাহিনী এ বছর এখন পর্যন্ত ১৮৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। যার মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ১৩৪ জন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫২ জন। নিহতদের মধ্যে ৪১টি শিশু রয়েছে। গত ১৬ বছরের মধ্যে ২০২২ সালে ইসরাইলিরা সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন