নড়াইল অফিস :
আলোচনা সভা, কেককাটা ও নিহত যুবদল নেতাদের পরিবারকে সম্মাননা স্মারকসহ উপহারসামগ্রী প্রদানের মধ্য দিয়ে নড়াইলের যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। লোহাগড়া উপজেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে লোহাগড়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোহাগড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক শফিকুজ্জামান তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা শরীফ কাসাফুদ্দোজা কাফী। এছাড়া লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান, বিএনপি নেতা টিপু সুলতান, মোহাম্মদ মুসা, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল কবির চন্দন, মহিলা দল নেত্রী সালেহা বেগম, খালেদা জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামি সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রাম করার আহবান জানান নেতৃবৃন্দ।
