জাতীয় ডেস্ক :
আওয়ামী লীগের আর গণভিত্তি নেই। তারা সম্পূর্ণ জনগণের সমর্থন থেকে সরে গেছে বলেই অস্ত্রের ওপর নির্ভর করছে। এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাসভবনে খুলনায় বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে হামলায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, গত ২২ অক্টোবর খুলনা বিভাগে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে নেতাকর্মী, জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। যখন সরকারঘোষিত হরতাল চলছে, বাস-ট্রাক বন্ধ করে দেয়া হয়েছে; এমন সময় বিএনপি সমর্থকরা ট্রেন, নসিমন, করিমন, ভটভটিতেও সমাবেশে যোগ দিয়েছে।
রিজভী বলেন, ‘বিএনপির এ শান্তিপূর্ণ সমাবেশে আঘাত করা হয়েছে। পথে পথে বাধা দেয়া হয়েছে। ট্রাকে ট্রাকে হামলা করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। তার মানে ওদের আর গণভিত্তি নেই। ওরা সম্পূর্ণ জনগণের সমর্থন থেকে সরে গেছে বলেই তারা অস্ত্রের ওপর নির্ভর করছে এবং তারা তাদের সংগঠনে সন্ত্রাসীদের ঢুকিয়ে রাজনৈতিক দল আওয়ামী লীগ গঠন করছে। এটাই এর মাধ্যমে প্রমাণিত হয়।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘স্বয়ং প্রধানমন্ত্রী যে দুর্ভিক্ষের কথা বলছেন, এই দুর্ভিক্ষ শেখ হাসিনার সৃষ্ট দুর্ভিক্ষ। জনগণকে ভাতে, পানিতে মারা যে দুর্ভিক্ষ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যা করে সেই কথাটিই তার মুখ দিয়ে বেরোচ্ছে।’
এর আগে, হামলায় আহত নেতাকর্মীদের বাড়িতে গিয়ে রিজভী তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। সে সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
