হোম অর্থ ও বাণিজ্য ডিলারদের নিয়ে ফ্রেশ সিরামিকসের এক বছরের সাফল্য উদ্‌যাপন

বাণিজ্য ডেস্ক :

বাংলাদেশের ক্রমবর্ধমান সিরামিকস পণ্যের চাহিদা মেটাতে এবং আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই স্বয়ংসম্পূর্ণ হতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ‘ফ্রেশ সিরামিকস’ বাজারে আসার এক বছরের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জন করে নিয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এ লক্ষ্যে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ফ্রেশ সিরামিকসের দেশব্যাপী নিয়োজিত ডিলারদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই’র সম্মানিত ডিরেক্টর তান্জিমা বিনতে মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেশ সিরামিকসের সিওও এ.কে.এম. জিয়াউল ইসলাম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, জিএম (একাউন্টস) রাজীব কুমার সাহা, জিএম (প্রোডাকশন, ফ্যাক্টরি কমপ্লেক্স) মো. কাওছার আলম, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে কর্মকর্তারা ফ্রেশ সিরামিকসের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সেই সঙ্গে ক্রেতাদের কাছে ফ্রেশ সিরামিকস পণ্য আরও জনপ্রিয় করে তুলে ব্যবসায়িক সমৃদ্ধির জন্য ডিলারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সর্বোচ্চ মানের প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২১ সালে যাত্রা শুরু করে ‘ফ্রেশ সিরামিকস’। দৈনিক ৪০ হাজার স্কয়ার-মিটার উৎপাদন ক্ষমতা নিয়ে ‘ফ্রেশ সিরামিকস’ ফ্যাক্টরিটি এক শেডের নিচে বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। এই ফ্যাক্টরিতেই আছে সিরামিকস উৎপাদনে বাংলাদেশের সবচেয়ে বড় চুল্লি। ফ্রেশ সিরামিকসের উৎপাদন ক্ষমতা আরও বাড়াতে ২য় প্ল্যান্টের কাজও প্রায় শেষের দিকে।

এই প্ল্যান্টটির কাজ সম্পন্ন হলেই প্রতিষ্ঠানটি বাজারের চাহিদা আরও বড় পরিসরে মেটাতে পারবে বলে জানায় ফ্রেশ সিরামিকস কর্মকর্তারা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন