খুলনা অফিস…
খুলনায় করোনা প্রতিরোধ কার্যক্রমে কর্মহীন ও অসহায় হিজড়া সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে এসব খাদ সামগ্রী বিতরণ করা হয়। খুলনা আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে অর্ধশতাধিক অসহায় হিজড়া সম্প্রদায়ের মাঝে চাল,ডাল, লবণ,তেলসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, হিন্দু-বৌদ্-খৃষ্টান যুবঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, ভবেশ সাহা, বাবলু বিশ্বাস, বিপ্লব সাহা লব, গৌরাঙ্গ সাহা, রাজদ্বীপ ঘোষ, উজ্জ্বল ব্যানার্জী, রবীণ দাস প্রমুখ।
