হোম বিনোদন ‘প্রযোজক ও অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কারিশমার’

‘প্রযোজক ও অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কারিশমার’

কর্তৃক
০ মন্তব্য 154 ভিউজ

অনলাইন ডেস্ক :

কই অঙ্গনে কাজের সুবাদে সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক থাকে অনেকেরই। তবে কারো কারো সম্পর্কে বৈরিতা যে থাকে না, তা কিন্তু নয়। নব্বই দশকের সাড়াজাগানো অভিনেত্রী কারিশমা কাপুর ও রাভিনা ট্যান্ডন। এবার প্রকাশ্যে এলো তাঁদের মধ্যকার তিক্ত সম্পর্কের কথা। শুধু তাই নয়, কারিশমার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন রাভিনা।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কারিশমা ও রাভিনা। কিন্তু ওই সময়ে তাঁদের মধ্যে কোনো কথা হয়নি। এই কথা জানিয়েছেন রাভিনা নিজেই। শুধু তাই নয়, কারিশমার সঙ্গে প্রযোজক, অভিনেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাভিনা বলেন, “‘আন্দাজ আপনা আপনা’র শুটিং চলাকালীন কারিশমার সঙ্গে আমার স্নায়ুযুদ্ধ চলছিল। ফলে তাঁর সঙ্গে আমার কোনো কথা হয়নি ওই সময়।”

রাভিনা অভিযোগ করেন, নব্বই দশকে বিভিন্ন প্রযোজক ও অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কারিশমার। সে কারণে কারিশমা চারটি বড় প্রকল্প থেকে রাভিনাকে বাদ দেন বলেও জানান তিনি। যদিও রাভিনার এমন অভিযোগ প্রসঙ্গে কারিশমার কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনো।

সম্প্রতি ‘মেন্টালহুড’ নামে একটি ওয়েবসিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন কারিশমা। গত ১০ মার্চ (মঙ্গলবার) মুক্তি পায় এটি। এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েবসিরিজে কাজ করলেন কারিশমা কাপুর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন