হোম অন্যান্যসারাদেশ ঢাকা-নড়াইল-বেনাপোল সড়কে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল শুরু

নড়াইল অফিস :

চিত্রাং ঝড়ের প্রভাবে নড়াইলের মাদরাসা এলাকায় বিশাল আকারের একটি বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-বেনাপোল মহাসড়কে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে গাছটি পড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ কারণে ঢাকা-নড়াইল-বেনাপোলগামী যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্সসহ সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়ে যাত্রীসাধারণ। সোমবার বিকেলে সড়কের ওপর গাছটি পড়লেও উদ্ধার অভিযান অনেক দেরিতে শুরু হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফায়ার সার্ভিসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এখন যানচলাচল স্বাভাবিক হয়েছে।

যাত্রী ও চালকরা জানান,গতরাত থেকে গাছ পড়ে থাকার কারণে রাস্তা আটকা পড়ে চরম ভুগান্তির মধ্যে ছিলাম । রাস্তা পরিস্কার হওয়া এখন যার যার গন্তব্যে যেতে পারছি।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, সকাল থেকে আমরা গাছ সরানো কাজে ব্যাস্ত ছিলাম সড়ক যোগাযোগ এখন স্বাভাবিক হয়েছে।

আজ সকাল থেকে আকাশ পরিস্কার এবং জলমলে রোদ । তবে বিভিন্ন জায়গায় গাছ পড়ে থাকায় জেলার সর্বত্র বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। বিদ্যুত অফিস জানিয়েছে বিকেল নাগাত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে এখনো অনেক স্থানে বিদ্যুত দেওয়া সম্বব হয়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন