নিজস্ব প্রতিনিধি :
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে উদ্ধার হওয়া দুটি উল্লুক ও ৭টি কাকাতোয়া পাখি উদ্ধার করে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে খুলনায় হস্তান্তর করেছে বিজিবি। রোববার দুপুরে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন সদর দপ্তর থেকে এ গুলো হস্তান্ত করেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ।
বিজিবি জানায়, সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ বিভিন্ন বিওপির টহলরত সদস্য সীমান্ত এলাকা দিয়ে উক্ত দুটি উল্লুক ও ৭টি কাকাতোয়া ভারতে পাচারকালে সেগুলো উদ্ধার করা হয়। এরপর আজ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে খুলনার কর্মকর্তাদের কাছে এ সব বন্যপ্রাণী হস্তান্তর করা হয়।।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ উদ্ধারকৃত বন্যপ্রানী বন অধিদপ্তরের নিকট হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।