হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগর শাহাপুরে ঈদে মিলাদুন্নবী পালিত

নিজস্ব প্রতিনিধি :

কালিগঞ্জ কৃষ্ণনগর শাহাপুর আওলাদে রাসুল ফুরকানীয়া ও ঈদগাহ ময়দানে পবিত্র জশনে ঈদে এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর শনিবার আছর বাদ হতে মধ্যে রাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ঈদে এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছারছিনা দরবার শরীফের ফারেগ মাওলানা মুফতি নাছিরুল্লাহ ফারুকী।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি আরিফ বিল্লাহ আল কাদেরী, শহীদ মাদানী জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব মাওলানা মমিন আলী, মৌলুবী সালাউদ্দিন। এছাড়া নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার জুনিয়ার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও বালিয়াডাঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ময়াজিন রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সাংবাদিক জামাল উদ্দিন। মাহফিল শেষে সবাইকে তাবারক বিতরন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন