হোম অন্যান্যসারাদেশ নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নড়াইল অফিস :

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে শনিবার (২২ অক্টোবর) নড়াইলে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানান কর্মসূচি গ্রহন করেছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেন চৌধূরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

বিশেষ অথিতির বক্তব্য দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, পৌরমেয়র আঞ্জুমান আরা, যানবহন পরিদর্শক নড়াইল বিআরটিএ ফরহাদ হোসেন চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন