কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২২’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২২ অক্টোবর) সকালে দিবসটি পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইন মেনে সড়কে চলি’ নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওবায়দুল হক।
অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, উপজেলা প্রশাসনের সাদ্দাম হোসেন, রফিকুল ইসরাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও সূধিবৃন্দ। বক্তারা নিরাপদে সড়কে চলাচল করে দূর্ঘটনা এড়াতে জনসচেতনর উপর গুরুত্ব আরোপ করেন।