জাতীয় ডেস্ক :
২০ বছর পর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির দ্বিবাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মির্জাগঞ্জ উপজেলার সুবিধখালী আশরাফ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলার বর্তমান আহ্বায়ক আশরাফ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সম্মেলনের উদ্বোধক ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রশীদ চুন্নু মিয়া।
অনুষ্ঠানে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি, সদস্য মো. মোশতাক আহম্মেদ পিনু, মো. দেলোয়ার হোসেন নান্নু, মো. খন্দকার ইমাম হোসেন নাসির, শেখ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নু, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন চৌধুরী পাশাসহ জেলা ও উপজেলার নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এবং জেলা বিএনপির নেতাকর্মীরা।
