জাতীয় ডেস্ক :
চুয়াডাঙ্গায় প্রিজন ভ্যান থেকে নামানোর পর হাতকড়া খুলে পালানোর পাঁচ দিন পর ডাকাতি মামলার আসামি আজিজুল শেখকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে ঢাকার ধামরাই এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গায় নিয়ে যায়।
গ্রেফতার আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের মৃত ফজল শেখের ছেলে।
পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, রোববার (১৬ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতের হাজতখানায় আসামি আনা হচ্ছিল। গাড়ি থেকে আসামি নামানোর পর কৌশলে হাতকড়া খুলে আজিজুল শেখ পালিয়ে যায়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকার ধামরাই এলাকায় আজিজুল শেখের অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখান থেকে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান লালন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর কবিরসহ অনেকে।
