হোম খেলাধুলা পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণ জানাল ভারত

খেলাধূলা ডেস্ক :

আগামী বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। কিন্তু দেশটিতে সফরে যেতে চায় না ভারত। টুর্নামেন্টের জন্য নিরপেক্ষ ভেন্যুর দাবি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এদিকে পাল্টা হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোহিত-কোহলিরা না আসলে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তানও।

সম্প্রতি পিসিবি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহর নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ সরিয়ে নেয়ার বক্তব্যে হতাশ ও বিস্মিত পিসিবি। এসিসি বা আয়োজক পিসিবির সঙ্গে কোনো ধরণের আলোচনা ও পরামর্শ ছাড়াই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

এরপর হুঁশিয়ারি উচ্চারণ করে তারা জানায়,এমন সিদ্ধান্ত ২০২৩ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে দেশটিতে আয়োজিত আইসিসির যে কোনো ইভেন্টে পাকিস্তানের অংশ নেয়ার পথে বাধার সৃষ্টি করবে।

দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের পর থেকে পাকিস্তান সফরে যায়নি ভারত। শেষবার ২০১২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল দুদল। সেবার ভারত সফরে এসেছিল পাকিস্তান।

এদিকে, বিসিসিআইর সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানজুড়ে ক্ষোভের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের নতুন কর্তা রজার বিনি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সরকারের ক্লিয়ারেন্স ছাড়া বোর্ড কোনো সিদ্ধান্ত নেয় না। সেটা যেমন কোনো দেশে সফরের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি অন্য দেশের ভারত সফরের ক্ষেত্রেও একই রকম।

‘এটা আমাদের (বোর্ড) সিদ্ধান্ত না। তিনি বলেন, সরকারের অনুমতি ছাড়া আমরা আমাদের টিমকে কোথাও পাঠাতে পারি না। তেমনিভাবে কোনো টিমও ভারতে আসতে পারে না। আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। সরকারের সিদ্ধান্তের ওপরই আমাদের নির্ভর করতে হয়’-এএনআইকে এভাবেই বলছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে আসন্ন এশিয়া কাপও ৫০ ওভারের হবে। তবে এরই মধ্যে ভেন্যু নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন