জাতীয় ডেস্ক :
দীর্ঘ ২৬ ঘণ্টা পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে আলোচনা শেষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন এ ঘোষণা দেন।
তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) মধ্যরাত পর্যন্ত ধর্মঘট চলবে। শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে কাজে যোগ দেবেন তারা। তবে আগের মতই চালু থাকবে ইমার্জেন্সি চিকিৎসা। শনিবারের (২২ অক্টোবর) মধ্যে হাসপাতালে যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
এছাড়া হাসপাতালে হামলা, ভাঙচুর ও সরকারী কাজে বাঁধা দেয়ার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় অভিযোগ জমা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এজাহারে বাদী হয়েছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন।
বুধবার রাতে রাবির আবাসিক হলের ছাদ থেকে পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন শাহরিয়ার।
চিকিৎসা দিতে বিলম্ব করার অজুহাতে হাসপাতালে হামলা চালায় নিহত শিক্ষার্থীর সহপাঠীরা। হামলার প্রতিবাদে ধর্মঘট ডাকেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে করে ভোগান্তির শিকার হন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।
