হোম ফিচার ক্যাটরিনার সিনেমা চলবে না: কেকেআর

বিনোদন ডেস্ক :

হরহামেশাই তারকাদের নিয়ে সমালোচনা করেন স্বঘোষিত সমালোচক কমল রশিদ খান। যিনি নিজেকে কেকেআর নামেই পরিচয় দিতে বেশি পছন্দ করেন।

আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে ক্যাটরিনার‘ফোন ভূত’ সিনেমা। বর্তমানে ক্যাটরিনা ও সিনেমার পুরো টিম জোর প্রচারণা চালাচ্ছে। আর এ সিনেমা নিয়েই মন্তব্য করে বসলেন কেকেআর। তার কথায়, ‘এ সিনেমা চলবে না কাকিমা, আবার বড়সড়ো ভরাডুবি দেখতে চলেছে বলিউড।’

কিছুদিন আগেই বিতর্কিত টুইট-কাণ্ড থেকে জামিন পেয়েছেন কেকেআর । ফিরে এসেই আবারও অতীতের পুনরাবৃত্তি। ক্যাটরিনার সিনেমার মন্তব্যের আগে হৃতিককে করেছেন সমালোচনা।

এক বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হৃতিক ও সাবা। সেখানের অতিরিক্ত ক্যামেরার লাইটিংয়ের কারণে হৃতিকের মাথার পেছন দিকে বেশ খানিকটা অংশ কেশবিহীন লাগছিল। সেই ভিডিও নিয়ে সমালোচনা করেছেন কেকেআর। এতে অবশ্য খেপে গিয়েছিলেন হৃতিকের অনুরাগীরা। কেউ কেউ জবাব দিলেন, ‘টাক থাকুক আর যা-ই থাকুক, হৃতিককে যেকোনো অবস্থায় আপনার থেকে হাজার গুণে ভালো দেখতে লাগবে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন