হোম খেলাধুলা বিশেষ সাক্ষাৎকার, মুশফিক-মাহমুদউল্লাহকে বিশ্বকাপে একটা সুযোগ দেয়া উচিত ছিল: রফিক

খেলাধূলা ডেস্ক :

বাংলাদেশের ক্রিকেটে সর্বকালের সেরাদের তালিকা করলে প্রথম সারিতেই থাকবেন মোহাম্মদ রফিক। দীর্ঘদিন বাংলাদেশের বোলিংয়ের প্রধান অস্ত্র ছিলেন বাঁহাতি এই অফ স্পিনার। সেই সঙ্গে ব্যাটিংয়েও তিনি হরহামেশাই মেটাতেন সময়ের দাবি। সম্প্রতি সময় সংবাদের প্রতিবেদক মো. ফখরুল ইসলামের সঙ্গে আলাপ হয়েছে কিংবদন্তি এ ক্রিকেটারের। যেখানে বাংলাদেশের বিশ্বকাপ প্রসঙ্গ ছাড়াও উঠে এসেছে আরও অনেক অজানা অধ্যায়। সাক্ষাৎকারের শেষ পর্ব ছাপা হলো বৃহস্পতিবার (২০ অক্টোবর)।

টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা কোনোকালেই ভালো ছিলাম না। দলের চেহারা বদলাতে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে আনা হলো। তিনি এসে ইমপ্যাক্ট ইনটেন্টের মতো কয়েকটি নতুন শব্দের সঙ্গে পরিচয় করালেন। বোড, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমর্থক–সবাই আশা দেখছেন তাকে ঘিরে। কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না। সমস্যা কোথায় বলে মনে করেন?

মোহাম্মদ রফিক: উনি (শ্রীরাম) এসে দেখলেন বাংলাদেশ টিমে কিছুই নেই। সিনিয়র ক্রিকেটারদের সরিয়ে এখন আপনি যদি নতুন একজন কোচকে নতুন একটা টিম বানিয়ে দেন, তাহলে তো হবে না। আমাদের টিম যদি গোছানো থাকত, তাহলে উনি হয়তো সবাইকে নিয়ে একটা কিছু করতে পারতেন। কিন্তু কোচই যদি দল নিয়ে হতাশার মধ্যে থাকেন, তাহলে তার কাছ থেকে কী আশা করবেন?

প্রায় প্রতি ম্যাচেই দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। অনেকে বলেন, এটা শ্রীরামের গবেষণাগার। তবুও অনেক প্রশ্নের উত্তর মিলছে না। ডমিঙ্গোর সময়ে একবার মাশরাফী বলেছিলেন দল নিয়ে এত এক্সপেরিমেন্ট চালানোর কিছু নেই। এ ছাড়া সাকিবও শেষবার অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে বলেছিলেন, আমাদের যা আছে তা নিয়েই এগোতে হবে। আপনার কী মত?

মোহাম্মদ রফিক: প্রথম কথা হচ্ছে, বিসিবির সঙ্গে তার (শ্রীরাম) আসলে কী নিয়ে বোঝাপড়া হয়েছে সেটা একটা দিক। অন্যদিকে, খেলোয়াড়রা মাঠের খেলায় ভালো না করলে কোচ কী করতে পারেন। বেশি হলে উনি কিছু সাজেশন দিতে পারেন, কার কোথায় সমস্যা হচ্ছে সেটা দেখতে পারেন। কিন্তু দিনশেষে খেলাটা তো ক্রিকেটারদেরই খেলতে হবে। তারা তো এই ফরম্যাটে নতুন খেলছে না। অনেকেই আছেন যারা বেশ অনেক দিন ধরে খেলছেন।

সাক্ষাৎকারের প্রথম পর্ব : রাজনৈতিক কারণে যোগ্যরা সুযোগ পাচ্ছে না: রফিক

সাব্বির-এনামুল হক বিজয়রা ঘরোয়াতে ভালো করে দলে ফিরলেন। আবার বাদও পড়ে গেলেন। এর আগে বিপিএলে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন মুনিম শাহরিয়ার। তারাও এখন হারিয়ে গেছেন। এমনটা হচ্ছে কেন?

মোহাম্মদ রফিক: সাব্বির হয়তো দীর্ঘসময়ের জন্যই বাদ পড়েছে। আন্তর্জাতিক লেভেলে পারফর্ম করার পাশাপাশি আপনাকে শতভাগ ফিট থাকতে হবে। সে (সাব্বির) ঘরোয়া ক্রিকেটে বছরের কয়েক মাস ব্যস্ত থাকে। তারপর তো ফ্রি থাকে। কিন্তু একজন জাতীয় ক্রিকেটারকে সবসময়ই ট্রেনিংয়ের মধ্যে থাকতে হয়। আর বিজয় কিন্তু বাংলাদেশ টিমের সঙ্গেই আছে। হয়তো টি-টোয়েন্টির পরিকল্পনায় নেই, তবে সে অন্য ফরম্যাটে আছে। আর আমি মনে করি, বিজয় খুবই ট্যালেন্টেড একজন খেলোয়াড়। কিন্তু তাকে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। অন্যদের যেভাবে সুযোগ দেয়া হচ্ছে, এমন সুযোগ তাকে দিলে সে নিশ্চয়ই ভালো করবে। আমাদের এখন ওপেনিংয়ে যে সমস্যা, সেটাও পূরণ করার সামর্থ্য রাখে বিজয়।

আপনি একটি শো-তে বলেছেন, সাকিবের মতো দলে আরও কয়েকটা প্লেয়ার থাকলে আমাদের এত হতাশা কাজ করত না। আসলে আমরা এমন খেলোয়াড় পাচ্ছি না কেন?

মোহাম্মদ রফিক: আমাদের ঘরোয়া লিগগুলো সে রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না। আপনি দেখেন, গেল রমজানে আমাদের এখানে লিগ শুরু হলো। অনেকেই রোজার কারণে ঠিকমতো খেলতে পারলেন না। কেন, এটা অন্য সময়ে করা যেত না। আমাদের কোনো পরিকল্পনা নেই। অথচ ভারতে একটার পর একটা খেলা চলতেই থাকে। তাদের নতুন খেলোয়াড় পেতেও সমস্যা হয় না। আমাদের এখানে যদি বছরে তিনটা লিগও সুন্দরমতো করা যেত, তাহলে অনেককে পেতাম আমরা। হয়তো বিশজন ক্রিকেটার জাতীয় দলে ব্যস্ত থাকেন। কিন্তু আরও পাঁচশ ক্রিকেটার আছেন, যারা এই লিগগুলোতে খেলতে পারেন। জাতীয় দলের ক্রিকেটার তো ডমিস্টিক থেকেই উঠে আসবে। কিন্তু ডমিস্টিক পর্যায়ে যদি সব ঠিকঠাক না থাকে, তাহলে ক্রিকেটার কীভাবে উঠে আসবে? এখন যারা বিশ্বকাপে খেলতে গেছে, সেখানকার কন্ডিশনে দু-একজন যে ইনজুরড হবে না–এমন নিশ্চয়তা দেয়া যায় না। কিন্তু তাদের বিকল্প কে খেলবে? আপনার হাতে এমন অপশন আছে? যাদের স্ট্যান্ডবাই রেখেছেন, তারা কতটা প্রস্তুত। প্র্যাকটিসে আছে? গিয়ে দেখেন তারা বাসায় শুয়ে-বসে সময় কাটাচ্ছে, নয়তো ঘুরছে।

একটা সময় টাকা থাকবে কিন্তু প্লেয়ার থাকবে না। আপনি এখনই দেখেন, সৌম্য সরকার, সাব্বির রহমানকে এতদিন পর দলে নিয়ে আসা হলো কেন? কারণ, বিকল্প আর কেউ নেই।

আমাদের ওয়ানডে অধিনায়ক মনে করেন, বিশ্বকাপের মঞ্চে মাহমুদউল্লাহ, মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটাররা থাকলে ভালো হতো। অন্তত একটা সুযোগ দেয়া উচিত ছিল তাদের। এ ব্যাপারে আপনার কী মত?

মোহাম্মদ রফিক: অবশ্যই তাদের (মাহমুদউল্লাহ-মুশফিক) বিশ্বকাপ দলে রাখা উচিত ছিল। তাদের অভাব পূরণ করবে কারা? বিশ্বকাপের মতো আসরে সিনিয়রদের সুযোগ না দিলে কাদের দেবেন? ঘরোয়াতে ভালো করা আর আন্তর্জাতিক পর্যায়ে ভালো করা তো এক নয়।

বিসিবি সভাপতি সম্প্রতি বলেছেন, আমাদের লক্ষ্য এই বিশ্বকাপ না, আগামী বিশ্বকাপ।

মোহাম্মদ রফিক: বিশ্বকাপ তো বহুদূরে, বলা তো যায় না পরেরবার যদি আপনাকে কোয়ালিফাই রাউন্ডে খেলতে হয়? এবার দেখলেন না, ওয়েস্ট ইন্ডিজের মতো দুবারের চ্যাম্পিয়নদের মূল পর্বের টিকিট পেতেই ঘাম ছুটে যাচ্ছে। এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা শঙ্কায় আছে। আপনি পরের বার মূল পর্বে খেলতে পারবেন এমন গ্যারান্টিই তো নেই। বলার সময় অনেক কিছুই বলা যায়। কিন্তু বিষয়টা এত সহজ নয়। এসির নিচে ঠান্ডা হাওয়া খেতে খেতে অনেক কিছুই বলা যায়। আমিও তো বলতে পারি, আমরা চ্যাম্পিয়ন হব। কিন্তু আসলেই কি আমরা সে অবস্থায় আছি।

বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ?

মোহাম্মদ রফিক: সবসময় চাই বাংলাদেশ ভালো খেলুক। হার-জিত থাকবেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই ওরা ভালো ক্রিকেট খেলুক।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন