জাতীয় ডেস্ক :
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে অজ্ঞাতনামা (২৪) এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার পরনে ছিল একটি প্রিন্টের শার্ট ও কালো প্যান্ট।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী এসএম সুমন বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তায় হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে ওই যুবককে রাস্তায় পড়তে দেখি। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যুবকের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
