হোম জাতীয় বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে: আ ক ম মোজাম্মেল

জাতীয় ডেস্ক :

বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

মোজাম্মেল হক বলেন, দেশ থেকে টাকা পাচারের বিষয়ে ইদানিং আমরা পত্র-পত্রিকায় দেখেছি। সেগুলো তদন্ত করে দেখা হবে। এরইমধ্যে অনেকে ধরাও পড়েছেন। মানি একচেঞ্জ সংশ্লিষ্ট ৭ শতাধিক ব্যক্তি ধরাও পড়েছেন। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং ক্ষেত্রবিশেষ তাদের লাইসেন্স বাতিল করা হবে বা আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত হচ্ছে। কে কত টাকা পাচার করেছে এবং কোথায় করেছে এগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

বড় বড় গোষ্ঠী, যারা টাকা পাচার করে এরকম কাউকে শনাক্ত করেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, তদন্তের আগে অগ্রিম বলা যাবে না।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন