হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার খোর্দ্দ গ্রামে পুলিশ সদস্যের স্ত্রী করোনা পজিটিভ

কলারোয়ার খোর্দ্দ গ্রামে পুলিশ সদস্যের স্ত্রী করোনা পজিটিভ

কর্তৃক
০ মন্তব্য 87 ভিউজ

কলারোয়া প্রতিনিধি :

কলারোয়ায় এবার এক পুলিশ সদস্যের স্ত্রীর করোনা পজিটিভ এসেছে। কলারোয়ার চন্দনপুর ও জালালাবাদ ইউনিয়নের পর দেয়াড়া ইউনিয়নে নতুন করে ত্রিপা তরফদার (২৫) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে কলারোয়ায় ৮ জন করোনা পজিটিভ হলেন। যার ৬ জন চন্দনপুর এবং অন্য দু’জন জালালাবাদ ও দেয়াড়া ইউনিয়নের। আক্রান্ত ত্রিপা তরফদার খোরদো পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য অভিষেক বিশ্বাসের স্ত্রী। গত ৩ জুন নমুনা পরীক্ষা করতে দেয়। যার রিপোর্ট আজ পজিটিভ আসে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, গত ৩ জুন ওই নারীর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।আজ রোববার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এদিকে, উপজেলার একাধিক ইউনিয়নে করোনা পজিটিভের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, রোববার আক্রান্ত ব্যক্তির বাসাসহ আশপাশের বাড়িঘর লকডাউন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন