হোম ফিচার জিয়াউর রহমান পঁচাত্তরের ঘটনার সাথে জড়িত ছিলেন: হানিফ

রাজনীতি ডেস্ক :

আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, যারা এখনও একাত্তরের ঘাতকদের প্রতিনিধিত্ব করছেন, তারাই পঁচাত্তরের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এর সাথে জিয়াউর রহমানও জড়িত ছিলেন। বিএনপিও এটা আদর্শিকভাবে ধারণ করে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে আয়োজিত এক আলোচনা তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই স্বাধীন দেশে পাকিস্তানের আদর্শের কেউ রাজনীতি করতে পারে না। ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

হানিফ বলেন, বিএনপি বলছে আওয়ামী লীগ নাকি ২০৪১ পর্যন্ত থাকতে চায়। আমি বলছি, জনগণ চাইলে আমরা আরও সময় ক্ষমতায় থাকতে চাই। ২০৪১ সাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যেই আমরা দেশকে উন্নত দেশে পরিণত করব। দেশের মানুষের স্বার্থে ২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগেরই ক্ষমতায় থাকা উচিত।

বিএনপি বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যেতে চায় মন্তব্য করে তিনি বলেন, ২০০১-২০০৬ বাংলাদেশের মানুষ চায় না। বিএনপি ক্ষমতায় আসলে দেশকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন