শিক্ষা ডেস্ক :
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি বিষয়ক নির্দেশিকা সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১১ অক্টোবর সই করা নির্দেশিকাটি মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রকাশিত হয়।
নতুন নির্দেশিকায় বদলিতে বেশ কয়েকটি শর্ত শিথিল করা হয়েছে।
এর আগে গত ১০ অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নির্দেশিকার কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাব দেয়া হয়। পরে ধারাগুলো সংশোধন করে মন্ত্রণালয়।
নির্দেশিকার ১.৪ ধারার সংশোধিত অংশে বলা হয়, যে সকল বিদ্যালয়ে চার জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত আছেন কিংবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০ এর বেশি রয়েছে সে সকল বিদ্যালয় থেকে সাধারণভাবে শিক্ষক বদলি করা যাবে না। তবে প্রতিস্থাপন/পদায়ন সাপেক্ষে বদলি করা যাবে। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নির্ধারণের ক্ষেত্রে ডাবল শিফটে শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী বিদ্যালয়গুলোর ক্ষেত্রে যেকোনও এক শিফটে শিক্ষার্থী যথা ১ম, ২য় অথবা ৩য় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে যে সংখ্যা বেশি হবে তাকে ১:৪০ অনুপাত হিসেবে বিবেচিত হবে।
নির্দেশিকার ৩.৬ ধারার সংশোধিত অংশে বলা হয়, আন্তঃউপজেলা/থানা, আন্তঃজেলা কিংবা আন্তঃবিভাগ বদলির ক্ষেত্রে বদলিকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ পরিপত্র/নীতিমালা দ্বারা নির্ধারিত হবে।
এছাড়া নির্দেশিকার ৩.৭ ধারার সংশোধন অংশে বলা হয়, প্রতিবন্ধিতার ক্ষেত্রে শিক্ষকদের সন্তান কিংবা স্বামী/স্ত্রী প্রতিবন্ধী হলেও তিনি অগ্রাধিকার পাবেন।