নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ফলন্ত পাটক্ষেত নষ্ট করে মাটির উর্বর অংশ কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে অর্ধ ডজন মামলার আসামী লিটন।তাঁর বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না এক পুলিশ কর্মকর্তার দোহাই দেওয়ায়।এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ ৭ ই জুন দুপুরে ভুক্তভোগীরা সাংবাদিকদের দিয়েছেন। ওই অভিযোগে জানিয়েছেন মদনপুর গ্রামের মৃত আকিম উদ্দীন শেখ এর পুত্র হামিদুর রহমান লিটন (৫২) আজ সকালে একই গ্রামের কাদির মাহমুদ এর পুত্র মাহাফুজুর রহমানের চাষকৃত পাট ক্ষেতের উপর দিয়ে লরিতে মাটি বহন করে ইট ভাটায় বিক্রি করছে।এ ঘটনায় মাহাফুজুর রহমান বাঁধা দিলে মাটি কাঁটা হচ্ছে পুলিশ কর্মকর্তা আলিম মাহমুদ এর নির্দেশে।এতে বাঁধা দিলে খুব খারাপ হবে বলে হুমকি প্রদান করে। তাঁর ভয়ে কোথাও অভিযোগ করতে সাহস পাচ্ছি না। এ জন্য সাংবাদিকদের দ্বারস্থ হয়েছি।খোঁজ নিয়ে জানা গেছে হামিদুর রহমান ওই পুলিশ কর্মকর্তার ভয় দেখিয়ে জন সাধারণকে তটস্থ করে স্বার্থ হাসিল করে যাচ্ছে ।সে এলাকা হতে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে আয় করেছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ভ্রমমাণ আদালত পরিচলনাকালে হামিদুর রহমানের নিকট থেকে মুচলেকা নেন। সে যাত্রায় রেহায় পেলেও আবারও ফসলি জমির উপরের অংশ কেটে ইট ভাটায় বিক্রি করছে।যা পরিবেশ আইনে মারাত্মক অপরাধ হলেও নিজেকে ক্ষমতাধর প্রমাণ করতে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।বিষয়টি তালা থানার ওসি মেহেদী রাসেল কে জানানো হলে তিনি জানান, কেউ নিজের জমির মাটি কাটলে তাঁর কিছু করার নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।