আন্তর্জাতিক ডেস্ক :
তেহরানের এভিন কারাগারে ভয়াবহ আগুনে চার বন্দির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির বার্তা সংস্থা ইরনা। এছাড়া এ ঘটনায় অন্তত ৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে রোববার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। আগুনের ধোঁয়ার কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা। এছাড়া আহতদের মধ্যে ১০ জন বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার রাষ্ট্রীয় টিভি অগ্নিকাণ্ডের পরে হাসপাতালের একটি ফুটেজ সম্প্রচার করেছে, এতে একটি ঘরে ঝলসে যাওয়া দেয়াল এবং কারাগারের ওয়ার্কশপের পুড়ে যাওয়া ছাদ দেখানো হয়েছে। এদিকে তেহরানের প্রসিকিউটর আলী সালেহি জানান, কারাগারের অগ্নিকাণ্ডের ঘটনা দেশব্যাপী বিক্ষোভের সাথে সম্পর্কিত নয়। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তেহরানের গভর্নর মোহসেন মানসৌরির জানান, বন্দিদের মধ্যে সংঘর্ষের পর কারাগারের এক ওয়ার্কশপের গুদামে আগুন লাগিয়ে দেয়া হয়।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদক রাসুল সরদার জানান, তাকে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কিছু মোলোটভ ককটেল কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। এতে আগুন ধরে যায়। পরে বন্দিদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
এই এভিন কারাগারে বেশিরভাগ রাজনৈতিক বন্দী রয়েছে, যার মধ্যে দ্বৈত নাগরিকত্বের ইরানিরাও রয়েছে। কারাগারটি দীর্ঘদিন ধরে মানবাধিকার গোষ্ঠিদের দ্বারা সমালোচিত হয়েছে। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ জন্য এই কারাগারকে কালো তালিকাভুক্ত করেছিল।