হোম আন্তর্জাতিক চীনা শ্রমিক হত্যা, কঙ্গোয় ২ সামরিক কর্মকর্তার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :

রিপাবলিক অব কঙ্গোয় চীনা শ্রমিক হত্যার ঘটনায় দেশটির দুই সামরিক কর্মকর্তাসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ওই দুই সেনা কর্মকর্তা কর্নেল পদমর্যাদার। শুক্রবার(১৪ অক্টোবর) এক সামরিক আদালত এ দণ্ড ঘোষণা করেন।

দেশটির ইতুরি প্রদেশের সামরিক আদালতের দেয়া রায়ে আরও চার সামরিক কর্মীকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই সামরিক বাহিনীর সদস্য।

চলতি বছরের মার্চে দুই চীনা খনি শ্রমিককে হত্যা করা হয়। ওই দুই কর্নেলের বিরুদ্ধে একটি কনভয়ে আক্রমণের পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করা হয়। যার উদ্দেশ্য ছিল চারটি সোনার বার ও নগদ ৬ হাজার ডলার চুরি করা। হত্যার শিকার ওই দুই চীনা কর্মী কনভয়টিতে চড়ে স্বর্ণখনি থেকে ফিরছিলেন।

কঙ্গোয় আদালতের রায়ে প্রায়ই মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে তা পরে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। স্বর্ণ সমৃদ্ধ ইতুরি প্রদেশের সামরিক আদালতের মুখপাত্র লেফটেন্যান্ট জুলেস এনগোঙ্গো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি সশস্ত্র বাহিনীর দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জন্যে একটি উদাহরণ হিসাবে কাজ করবে।

এদিকে বিবাদী পক্ষ এই ঘটনায় আপিল করবে বলে জানিয়েছে। চীনা-পরিচালিত খনি ও চীনা শ্রমিকদের উপর হামলা কঙ্গোতে অস্বাভাবিক কোন ঘটনা নয়। গত বছর ইতুরি ও উত্তর কিভু প্রদেশ যেখানে দেশটির বেশিরভাগ স্বর্ণখনি রয়েছে সেখানে নিরাপত্তা প্রধানের পদে পরিবর্তন আনা হয়। এরপরও সহিংসতা ও খনি শ্রমিকদের ওপর হামলা বন্ধ করা যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন